Breaking Posts

6/trending/recent

INNER POST ADS 2

Type Here to Get Search Results !

TOP-LEFT ADS

প্রেসিডেন্ট হতে চান সাকিব?

Creator Sakib is a entertainment blog. here we published Latest rumors and news in the entertainment industry from the world, Get the most recent information about celebrity engagements, divorces, and scandals.

প্রেসিডেন্ট হতে চান সাকিব

বিপিএলের নবম আসর শুরুর আগে এ টুর্নামেন্টকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অব্যবস্থাপনা নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে তিনি বিপিএলকে দুই-এক মাসের মধ্যেই ঢেলে সাজাবেন, এমন মন্তব্যও করেন।


সত্যিই যদি বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, তাহলে সাকিব কী করবেন? আজ একটি পণ্যের দূতিয়ালি করতে গিয়ে এ প্রশ্নের মুখোমুখি হন সাকিব। উত্তরে তিনি মজা করেই বললেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)।’


বিপিএলকে ঢেলে সাজাতে চান সাকিব

এর আগে গত ৪ জানুয়ারি এক দিনের জন্য গালফ অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করবেন? সাকিবের সোজাসাপটা উত্তর ছিল এমন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’


পেশাদারত্বে বিপিএলকে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও পিছিয়ে রেখেছিলেন তাঁর মন্তব্যে, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’


সাকিব মনে করেন বিপিএলের বিপণনটা ঠিক হয়নি। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘গ্রামে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা ঠিক হবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’


এমন মন্তব্য করেও সাকিবকে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। বিপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা সঠিক সময় নয়। আমরা সুন্দর টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা।’


একই সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্যের জবাবে টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’

Post a Comment

0 Comments
Send Your Comments Here

Top Post Ad

Below Post Ad

Ads Section